প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:১১
কুড়িগ্রামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা গত ১৬ বছর ধরে ন্যায়বিচার, আইনের শাসন ও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। দেশের অনেক সংকটের মধ্যেও ড. মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন জানিয়েছি কারণ তারা দেশের অর্থ পাচার করবে না, যা শেখ হাসিনার সরকার করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি জনগণের অনুভূতি বুঝে আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
রিজভী তারেক রহমান সম্পর্কে অপপ্রচারে অংশগ্রহণ না করারও পরামর্শ দেন এবং মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, অতীতে জিয়াউর রহমানের অনুকম্পায় কিছু ইসলামী দল রাজনীতিতে সুযোগ পেয়েছিলো, এখন তাদের টার্গেট করা হচ্ছে বিএনপি ও তারেক রহমানকে। তিনি বলেন, “বুক পিঠ বলে আপনারা কিছু নেই।”
রিজভী জোর দিয়ে বলেন, ১৬ বছর ধরে লড়াই করে যাচ্ছি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। এই সময়ে ভোটাররা ভোট দিতে পারেনি, অথচ নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? জনগণের রায় বুঝে আগামী রমজানের আগে নির্বাচন হওয়া উচিত। তিনি আবারো তারেক রহমানকে গণতন্ত্রের ধ্রুবতারা হিসেবে উল্লেখ করে বলেন, তাকে নিয়ে অপপ্রচার বন্ধ করা উচিত। রিজভী জানান, তারেক রহমানের গণতন্ত্রের আদর্শের কারণে জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র জনতার আন্দোলন বেগবান হয়েছে।
কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জুলাই-আগস্ট ২০২৪ ছাত্রজনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ৫০ হাজার টাকা অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাইফুর রহমান রানা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। বক্তারা শহীদদের আত্মত্যাগ বৃথা না যাওয়ার আশ্বাস দিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে এই রক্তের ঋণ জাতি হিসেবে কখনো ভুলব না।”