প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ১৮:৩৮
কুষ্টিয়ার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ আমাদের যে পথ দেখিয়েছেন, সেই বাংলাদেশপন্থি, আগ্রাসনবিরোধী এবং ভারতের আধিপত্যবিরোধী পথেই রাজনীতি করছে এনসিপি। মঙ্গলবার দুপুরে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘দিল্লি না ঢাকা’ স্লোগানটি উঠেছিল আবরারের হত্যার প্রতিবাদী মিছিল থেকেই। আজকের দিনে আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। আবরার শুধু একজন ছাত্র ছিলেন না, তিনি ছিলেন একটি আন্দোলনের প্রতীক, যিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন কীভাবে দেশের স্বার্থে বলিষ্ঠ অবস্থান নেওয়া যায়।
তিনি আরও বলেন, আবরার হত্যার পর সারা দেশে ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতা জেগে উঠেছিল। সেই আন্দোলন আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মোড় তৈরি করেছিল। আমরা সেই চেতনাকে ধারণ করেই জুলাই গণঅভ্যুত্থানের পদযাত্রায় এগিয়ে চলেছি।
নাহিদ বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবির পর ২০১৯ সালে আবরার হত্যাই ছিল বাংলাদেশের ছাত্ররাজনীতির সবচেয়ে বড় ঘটনা। এই হত্যাকাণ্ড একটি বড় বিক্ষোভের জন্ম দেয়, যা আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের শক্ত ভিত্তি তৈরি করে।
তিনি দাবি করেন, আবরার হত্যার মাধ্যমে ভারতীয় স্বার্থে পরিচালিত শক্তির নগ্ন রূপ প্রকাশ পায়। আবরার বাংলাদেশের স্বার্থে কথা বলেছিলেন, ফেসবুকে ভারতের আগ্রাসনের সমালোচনা করেছিলেন, ফেনী নদী চুক্তির অন্যায় তুলে ধরেছিলেন। এজন্য তাকে ছাত্রলীগ নির্মমভাবে হত্যা করে।
এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আমরা আবরার ফাহাদ থেকে আবু সাইদ পর্যন্ত সকল শহীদদের স্মরণ করি, যারা গত ১৬ বছরে গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের একটি উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের বাবা-মা, এনসিপির শীর্ষ নেতারা এবং দলের অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। সবাই মিলে আবরারের কবর জিয়ারতের মাধ্যমে তার আদর্শের প্রতি শ্রদ্ধা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে আবারও জোর দিয়ে বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এনসিপি বাংলাদেশপন্থি রাজনীতির ধারা অব্যাহত রাখবে এবং শহীদদের স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে।