প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১৭:৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র আশুরা উপলক্ষে সামাজিক সংগঠন ‘হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন’ প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও নজরানা হিসেবে ১০টি ইমামবাড়িতে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগিতায় এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। ইমামবাড়িগুলোতে প্রতি স্থানে ৪ বস্তা করে চাল এবং ১ বস্তা করে চিনি বিতরণ করা হয়েছে। এতে মোট ৪০ বস্তা চাল এবং ১০ বস্তা চিনি বিতরণ করা হয়।
গোয়ালন্দের আশুরা পালনে ইমামবাড়িগুলোর আয়োজনে এই খাদ্য সহায়তা একটি বড় সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আশুরা উপলক্ষে ইমামবাড়িগুলোতে আগত ধর্মপ্রাণ মুসলমানদের আপ্যায়ন এবং নেয়াজ-নজরানা আয়োজনের জন্য এই খাদ্য সামগ্রী বিশেষ উপকারে আসবে।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, শুধুমাত্র খাদ্য উপহার নয়, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে মানবিক ও ধর্মীয় চেতনা ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা চালানো হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এ সময় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান শেখ, সদস্য মো. আতিয়ার রহমান, ইব্রাহিম মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা বিভিন্ন ইমামবাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন এবং কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইমামবাড়ির দায়িত্বপ্রাপ্তরা এই সহায়তার জন্য হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এমন সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে এলাকাবাসীর অনেকে জানান, আশুরা শুধু শোক ও ত্যাগের দিন নয়, এটি মানবতার শিক্ষা ও সহানুভূতির বার্তা বহন করে। হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো এই শিক্ষাকে বাস্তবে রূপ দিচ্ছে।
স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, সমাজে এমন মানবিক দৃষ্টান্ত ছড়িয়ে পড়লে অসহায় মানুষদের মুখে হাসি ফুটবে এবং আশুরার মাহাত্ম্য আরও উজ্জ্বল হয়ে উঠবে।