প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৮:০

ফেনীর সীমান্তবর্তী বল্লামুখা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে একটি ড্রেন নির্মাণের চেষ্টা চালায়। ভারতের ত্রিপুরার বিলোনীয়া শহরের বৃষ্টির পানি সরাতে এই উদ্যোগ নেয় তারা। তবে ঘটনাটি ঘটে এমনভাবে যে, তারা বৈদ্যুতিক আলো নিভিয়ে গোপনে নোম্যান্সল্যান্ডে প্রবেশ করেছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
বিষয়টি টের পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় এবং ড্রেন নির্মাণে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নির্মাণ কাজ বন্ধ করে এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন নিশ্চিত করেছেন, বিএসএফ কর্তৃক নির্মাণকাজটি নোম্যান্সল্যান্ডের ২০ গজ ভেতরে চলে আসায় তারা বাধা দিয়েছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী শূন্য রেখার ১৫০ গজের মধ্যে যেকোনো কাজ করতে হলে দু’দেশের সম্মতিপত্র প্রয়োজন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ত্রিপুরার বিলোনীয়া শহর ও আশপাশের এলাকায় টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে তারা ভাটির দিক অর্থাৎ বাংলাদেশের দিকে পানি ছাড়তে চায়, যাতে তাদের জলাবদ্ধতা লাঘব হয়।

তবে হঠাৎ করেই সীমান্তে আলো নিভিয়ে গোপনে এমন নির্মাণ প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি করেছে। তারা বিষয়টি সন্দেহজনক ও নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছে এবং চায় কোনো ধরনের চুক্তি ছাড়া যেন সীমান্তে কোনো অবৈধ কার্যক্রম না ঘটে।
ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সতর্ক রয়েছে। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর পক্ষ থেকে প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, সীমান্তে লাইট নিভিয়ে কাজ শুরু করা স্পষ্টতই প্রশ্নবিদ্ধ। বল্লামুখা বাঁধের ক্ষতি যাতে না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ভারত জলাবদ্ধতা থেকে মুক্ত হোক, তবে সেটি যেন বাংলাদেশকে ক্ষতির মুখে না ফেলে।