
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৬:১৭

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে চান্দু শেখ নামের এক কৃষকের পরিত্যক্ত পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ছালেহা বেগম জানান, সকালে তার বোন পেঁপে পাড়তে গিয়ে কচুরিপানার ভেতর মরদেহ দেখতে পান। পরে তারা প্রতিবেশীদের ডেকে এনে পুলিশে খবর দেন। ছালেহা বলেন, পুকুরটি দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় আমরা শুধু পাট জাগ দিই, অন্য সময় পানিতে কেউ যায় না।
স্থানীয়দের দাবি, মরদেহটি যাতে কেউ চিনতে না পারে, সে কারণে মুখে এসিড অথবা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। তাদের মতে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, যা মরদেহের অবস্থান ও পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর এবং মুখের অংশ পচে কালো হয়ে গেছে। এতে আঘাতের চিহ্ন নেই, তবে মরদেহটি ৬-৭ দিন ধরে পানিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীনও হতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

এ ঘটনায় চান্দু শেখ নামের পুকুর মালিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, নিরীহ কৃষক হওয়া সত্ত্বেও পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়া ঠিক হয়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তে ফরিদপুর থেকে সিআইডির ক্রাইমসিন দল ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পরবর্তী আইনি কার্যক্রমের অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এদিকে এমন রহস্যজনক মৃত্যুতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। রাজবাড়ী সদর থানা সূত্রে জানা গেছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।