প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:৮

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে এক বড় কোরাল মাছ ধরা পড়ে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। রবিবার (২৫ মে) বিকেলের দিকে চরবগুলা গ্রামের জেলে আশ্রাফ মাঝির জালে ওজন ২৫ কেজি হওয়া কোরাল মাছটি ধরা পড়ে। মাছটি দ্রুতই নদীর পাড়ের চরবগুলা ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসা হয়। মাছ দেখতে স্থানীয় মানুষজনের ভিড় জমে যায়।
জেলের সংগ্রহ করা মাছটি মৎস্য আড়তে মনির মেম্বারের দোকানে বিক্রি করা হয়। মনির মেম্বার মাছটির প্রতি কেজি দাম নির্ধারণ করেন ১ হাজার ৬০ টাকা হিসেবে এবং মোট ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন। আশ্রাফ মাঝি জানান, তারা বিকেলে মাছ ধরতে নদীতে গিয়েছিলেন এবং জাল তুলতে গিয়ে মাছটি দেখতে পান। মজার বিষয় হলো, কোরাল মাছটি প্রথমে জালের ভিতরে আটকা পড়ে ছিল যা তুলতে গিয়ে ধরা পড়ে।
কোরাল মাছ সাধারণত মেঘনা নদীতে খুব কম ধরা পড়ে বলে জেলেরা জানান। মাছটির ওজন এবং বাজার মূল্য দেখে স্থানীয় জেলেরা খুশি হয়েছেন। এ ধরনের বড় মাছ ধরা পড়ায় এলাকার মৎস্যজীবীদের মধ্যে উৎসাহ বাড়ে এবং জীবিকার সম্ভাবনা বৃদ্ধি পায়।

মাছ বিক্রির পর স্থানীয়রা মনে করছেন, মেঘনা নদীর জলসম্পদ রক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। তারা বলেন, নদীর স্বাভাবিক অবস্থাকে বজায় রেখে মাছ ধরাকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। এছাড়া নদীতে মাছের প্রজনন ও আবাসস্থল রক্ষা করাও জরুরি।
মৎস্যজীবীরা আশাবাদ ব্যক্ত করেছেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আরও সহায়তা প্রদান করেন তবে স্থানীয়দের জীবিকা উন্নত হবে এবং নদীর মাছ সম্পদও সুরক্ষিত থাকবে। নদী থেকে এমন বড় মাপের মাছ ধরা পড়া এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
এই কোরাল মাছের ঘটনা নোয়াখালীর মৎস্যজীবীদের জন্য একটি বড় সাফল্য এবং মেঘনা নদীর মাছ সম্পদের সম্ভাবনার প্রমাণ বলে ধারণা করা হচ্ছে।