প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:৪৪
ভূমি মেলা উপলক্ষে গোয়ালন্দে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি রংবেরঙের র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ভূমি সেবার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক নানা দিক আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান সভাপতিত্ব করেন। তিনি উপস্থিত সবাইকে ভূমি সেবার স্বচ্ছতা ও সহজলভ্যতার ওপর গুরুত্ব দিতে বলেন। ইউএনও বলেন, ভূমি সেবা পেতে ১৬১২২ নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানা যাবে এবং অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কেউ যদি ভূমি অফিসে অর্থ দাবি করে তাহলে তা সরাসরি তাকে জানানোর পরামর্শ দেন এবং অর্থ প্রদান করলে রসিদ সংগ্রহ করতে অনুরোধ করেন। দালালদের মাধ্যমে সেবা গ্রহণের পরিবর্তে সরাসরি অফিসের সঙ্গে যোগাযোগ করাই নিরাপদ।
সভায় আরো জানানো হয়, ভূমি মেলায় ভূমি মন্ত্রণালয়ের জনবান্ধব সেবা, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা, ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ফি অনলাইনে গ্রহণের পদ্ধতি নিয়ে বিস্তারিত ধারণা দেয়া হবে। এতে ভূমি সেবার আধুনিকায়ন ও স্বচ্ছতা আনার লক্ষ্যে কাজ করা হবে।
মেলা চলাকালে ডাকযোগে ভূমি সেবা ও মৌজা ম্যাপ পাওয়া যাবে। অনলাইন ডিসিআর, খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সংক্রান্ত অভিযোগ জানানো ও তথ্য প্রাপ্তির বিষয়ে সচেতনতা বাড়ানো হবে। উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণে সেবা প্রার্থীদের সুবিধার্থে স্টল স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও পোস্টার টাঙানো হয়েছে।
তিন দিনব্যাপী এই ভূমি মেলা ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ভূমি সংক্রান্ত সকল সেবা সহজতর করতে এবং সাধারণ মানুষকে স্বচ্ছ ও ন্যায্য সেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করবে বলে জানিয়েছে।