প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:১
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ঘটে গেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। শুক্রবার গভীর রাতে নিজের শ্বশুরবাড়িতে গিয়ে শ্বাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করেন জামাই সামিয়েল মার্ডি। নিহত বাহা বেসরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা যায়, সামিয়েল মার্ডির সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিলো স্ত্রী মিনি হাসদার। পরিস্থিতির অবনতি হলে মিনি ১৫ দিন আগে বাবার বাড়িতে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সামিয়েল। শুক্রবার রাতে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে আচমকাই হামলা চালান।
প্রথমেই শ্বাশুড়ি বাহা বেসরার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে হত্যা করেন তিনি। এরপর তার স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু বাধা দিতে এলে তাদেরও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ ঘাতক সামিয়েল মার্ডিকে গ্রেফতার করে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকে হত্যার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।
নিহত বাহা বেসরা ওই এলাকার মৃত বুদরা হাসদার স্ত্রী। আহত মিনি হাসদা হচ্ছেন সামিয়েলের স্ত্রী এবং বিকাশ কিস্কু হচ্ছেন তাঁর শ্যালক। আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুতই মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বর্বর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে আর কেউ এমন পৈশাচিক ঘটনার সাহস না পায়।