প্রকাশ: ২২ মে ২০২৫, ১০:৫৯
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে তাড়াশ আমলী আদালতে হাজির করা হয় আজিজকে, যেখানে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাড়াশের জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি-সোটা, বিদেশী পিস্তল, লোহার রড ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে ছাত্রদের আক্রমণ করে। এতে সমন্বয় সাব্বির খন্দকারসহ অনেকে আহত হন।
আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল জানান, এ ঘটনার মামলায় সাবেক এমপি আব্দুল আজিজকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বাদী সাব্বির খন্দকারের পিতা সাইফুল খন্দকার এ মামলার অন্যতম প্রধান অভিযোগকারী। পুলিশ তার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।
গত ৩ ফেব্রুয়ারি ঢাকার কলাবাগান থেকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেন সাবেক এমপি আজিজকে, যিনি বিএনপির মনোনীত সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রাক্তন সংসদ সদস্য। এরপর ৮ এপ্রিল রাতে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর বিক্ষুব্ধ ছাত্ররা তাকে মারধর করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করে।
পুলিশ তাকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক করে আবারও কারাগারে পাঠায়। এর আগেও সিরাজগঞ্জে তার গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার কারণে তিনি আইনের মুখোমুখি হন।
এই ঘটনার কারণে তাড়াশে রাজনৈতিক উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। স্থানীয় জনগণ ও ছাত্রসমাজের মধ্যে উদ্বেগ ও দুঃখ প্রকাশ পাওয়া যাচ্ছে। প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছে।
আসন্ন দিনের রিমান্ডের সময় পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই মামলার বিচার প্রক্রিয়া ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে স্থানীয় রাজনীতিতেও সরগরম পরিস্থিতি দেখা দিতে পারে।