প্রকাশ: ২১ মে ২০২৫, ১৮:৩৪
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার মো. কোরবান শেখ (৫৫) এবং একই এলাকার অশোক কুমার রায় (৬০)। তাঁরা পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন এবং একই মহল্লার প্রতিবেশী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে এই দুই ব্যবসায়ী একসঙ্গে পাংশা এলাকায় একটি স্বর্ণ মহাজনের হালখাতার অনুষ্ঠানে যোগ দিতে যান। অনুষ্ঠান শেষে দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তাঁরা।
পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের অদূরে নওপাড়া এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের আটকে অভিযান চালানো হচ্ছে।
এদিকে, স্থানীয় ব্যবসায়ী মহলে দুই স্বর্ণ ব্যবসায়ীর এমন করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও প্রতিবেশীরা দ্রুত বিচার এবং দায়ী ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।