প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:১১
বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী খলিশাকোটা হাই স্কুল থেকে চুরি হওয়া ১৩টি আধুনিক ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে রাজধানী ও বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে।