সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সায়দার আলী চৌপাকিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান পথরোধ করে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে সায়দার আলী ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, "লাশ উদ্ধার করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"