কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম সরকার (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে দেবীদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
গ্রেফতারকৃত মো. সিরাজুল ইসলাম সরকার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল মালেক সরকারের ছেলে। তিনি দেবীদ্বারের ৭ নম্বর এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং টানা পাঁচবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারবিরোধী আন্দোলনের সময় দেবীদ্বার থানা ঘেরাওকালে গুলিবিদ্ধ হন নবম শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম সাব্বির (১৭)। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাব্বিরকে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ ১ মাস ৮ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও ১৪ আগস্ট সকাল ৯টায় তিনি মারা যান।
নিহত সাব্বির দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। তিনি মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি পরিবারের ভরণপোষণের জন্য ভ্যান চালাতেন।
সাব্বিরের মৃত্যুর ঘটনায় গত ৮ সেপ্টেম্বর তার মামা নাজমুল হাসান বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করা হয়। সিরাজুল ইসলাম সরকার ওই মামলার ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, “সিরাজুল ইসলাম সরকারকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”