প্রকাশ: ৮ মে ২০২৫, ১৯:৫
তরুণ সমাজকে রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। সে লক্ষ্যে দলটির পক্ষ থেকে শুরু হয়েছে এক মাসব্যাপী সেমিনার ও সমাবেশের কর্মসূচি, যার প্রথম আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ৯ মে চট্টগ্রামে। কর্মসূচির মূল লক্ষ্য তরুণদের ভাবনা ও প্রত্যাশাকে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা।
এই ধারাবাহিক কর্মসূচির আয়োজন করছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। চারটি বিভাগীয় শহরে সেমিনার ও সমাবেশের মাধ্যমে তরুণদের সঙ্গে আলোচনা করা হবে কর্মসংস্থান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও রাজনৈতিক অধিকার ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে।
চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ মে বিকেল ৩টায় শুরু হবে প্রথম সেমিনার। “কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচক হিসেবে থাকবেন দেশ-বিদেশের শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও বিশ্লেষকরা।
সেমিনারের আলোচক হিসেবে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ্-আল-মামুন, কর্নেল ইউনিভার্সিটির লেকচারার জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন খান, বিশ্লেষক জাহেদ উর রহমান এবং চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। এছাড়া থাকছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ মুনতাসির মুনীর, সাইবার অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ ও পাঠাও সিইও ফাহিম আহমেদ।
চট্টগ্রামে প্রথম দিনের সেমিনারের পরদিন ১০ মে অনুষ্ঠিত হবে রাজনৈতিক অধিকার নিয়ে সমাবেশ। এরপর ১৬ ও ১৭ মে খুলনায়, ২৩ ও ২৪ মে বগুড়ায় এবং ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিত হবে পরবর্তী সেমিনার ও সমাবেশ।
বিএনপি জানিয়েছে, এই কর্মসূচিতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তরুণদের মতামত নেওয়া হবে। অংশ নেবেন শিক্ষার্থী, উদ্যোক্তা, চিন্তাবিদ ও প্রযুক্তি সংশ্লিষ্ট পেশাজীবীরা, যাতে তরুণদের ভাবনা প্রতিফলিত হয় দলীয় নীতিতে।
এই আয়োজনে তুলে ধরা হবে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। দলটির আশা, এই উদ্যোগ তরুণদের শুধু সম্পৃক্তই করবে না, বরং গণতান্ত্রিক ভবিষ্যতের পথচলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।