প্রকাশ: ৬ মে ২০২৫, ১৬:১২
নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্যসহ শাহিন শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে আত্রাই থানার পুলিশ বান্দাইখাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহিন শেখকে আটক করেন। তিনি উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত আ: রহমানের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মাদক বিক্রির উদ্দেশ্যে শাহিনকে আটক করে।
আটকের পর শাহিন শেখের কাছ থেকে মোট নয় পিস অ্যাম্পল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শাহিন মাদকদ্রব্য বিক্রি করার জন্য এসব অ্যাম্পল বহন করছিলেন। এসময় শাহিনকে তল্লাশি করে অ্যাম্পলগুলো উদ্ধার করা হয়, যা সাধারণত নেশা করার কাজে ব্যবহৃত হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানটির নেতৃত্ব দেন আত্রাই থানার সাব-ইনস্পেক্টর সাহাজুল ইসলাম। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে, যাতে মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। আটকের পর পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ করছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহিন শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে। স্থানীয়রা জানান, এই ধরনের অপরাধে আরও ব্যক্তির জড়িত থাকতে পারে, তাই পুলিশের এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।
শাহিন শেখকে আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। আত্রাইয়ের মাদক ব্যবসা বন্ধ করার জন্য পুলিশের অভিযানে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। মাদক মুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।