প্রকাশ: ৫ মে ২০২৫, ১৬:১১
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা কথিত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠক মেলা। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ এবং সঞ্চালনা করেন ক্লাবের সম্পাদক এস এম সিপার। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক মাহমুদুর রহমান দেশের গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে নিরন্তর লড়ে যাচ্ছেন। অথচ তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে।
বক্তব্য দেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, যিনি বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নাহলে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সব পণ্য বর্জনের পথে যেতে বাধ্য হবে। তিনি আরও বলেন, মেঘনা গ্রুপ দেশের সম্পদ পাচারসহ স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে সহযোগিতা করছে, তাই তাদের বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ইমাম হোসেন মাসুদ, নাজিরপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শফিকুল ইসলাম, নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব কুমার রায় এবং যুবদলের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান খান রিপন। তারা বলেন, মাহমুদুর রহমান সাংবাদিকতার মাধ্যমে দেশের স্বার্থে সত্য উন্মোচন করেছেন, যা অনেক ক্ষমতাধর মহলের গাত্রদাহ সৃষ্টি করেছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাচান ও সাবেক ছাত্রনেতা এস এম মাজেদুল কবির রাসেলসহ আরও অনেকে এই ষড়যন্ত্রমূলক মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, সত্য বলার অপরাধে একজন সাংবাদিককে হয়রানির চেষ্টা কখনোই মেনে নেওয়া যায় না।
বক্তারা মাহমুদুর রহমানকে একজন 'সাহসী কলম সৈনিক' হিসেবে উল্লেখ করে বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে তাঁর অবস্থান এই প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। মানববন্ধন শেষে তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং মেঘনা গ্রুপের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানান।