নওগাঁয় জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা ক্যাবের সভাপতি আজাদুল ইসলাম এবং সভা সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ।
সভায় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় এবং সাম্প্রতিক সময়ে বাজার দরের ঊর্ধ্বগতি ও নিরাপদ খাদ্য সরবরাহের চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা বাজারে নকল, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের সরবরাহ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানান।
এছাড়া উপস্থিত বক্তারা বলেন, শুধু জরিমানা করলেই সমস্যার সমাধান হবে না। ভোক্তাদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া বাজার ব্যবস্থাপনায় উন্নয়ন সম্ভব নয়। কোন পণ্যে অনিয়ম চোখে পড়লে রশিদসহ নির্দ্বিধায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানান তারা।
সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নওগাঁ প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শফিক ছোটন, বাসদ নেতা জয়নুল আবেদিন মুকুল এবং সমাজকর্মী নাইস পারভীনসহ আরও অনেকে।
সভায় বক্তারা খাদ্য উৎপাদনের পর্যায়ে যেমন কৃষকদের সচেতনতা প্রয়োজন, তেমনি বাজারজাতকরণেও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকের ক্ষেত থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত প্রতিটি স্তরে সততা ও সচেতনতা অপরিহার্য।
উল্লেখ্য, সভায় ব্যবসায়ী, ভোক্তা, সাংস্কৃতিক কর্মী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ছাত্র প্রতিনিধিরাও মতামত দেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সম্মিলিত কার্যক্রম গ্রহণের তাগিদ দেন।
এই মতবিনিময় সভা নওগাঁ জেলার বাজার ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।