প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২১:২১
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টার মামলায় অভিযুক্ত ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাস চন্দ্র লট্টকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রনগর গ্রামে এক কিশোরীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে।