প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:২৭
সিলেটের শাহী ঈদগাহ ভ্যালি সিটি আবাসিক এলাকার পাশের দলদলি চা বাগানে ছাত্রলীগের দুই নিষিদ্ধ গ্রুপের মধ্যে কথাকাটাকাটির জেরে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় নিহত হয়েছেন তুষার আহমদ চৌধুরী নামের ১৯ বছর বয়সী এক তরুণ, যিনি ছিলেন রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা এবং অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে।