ঝালকাঠির নলছিটিতে এক মাদক মামলায় ছয় মাসের সাজা এড়াতে দশ বছর ধরে পলাতক থাকা সোহেল হাওলাদার অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সোহেল হাওলাদার (৩৫) নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে। ২০১৪ সালে বরিশাল সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা দেওয়া হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, রায় ঘোষণার পর থেকেই সোহেল আত্মগোপনে চলে যায়। দীর্ঘ এক দশক ধরে তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি বিজয় উল্লাস চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি কোনো প্রতিরোধ করেননি।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেফতারের খবরে এলাকায় কিছুটা আলোচনা তৈরি হয়েছে। অনেকের মতে, মামলাটি পুরনো হলেও আইনের চোখে অপরাধ কখনই পুরনো হয় না।
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা পৌঁছেছে বলে মনে করছে স্থানীয়রা।
প্রসঙ্গত, দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতারের এ ঘটনাটি স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য হিসেবে এ ঘটনাকে দেখছেন অনেকে।