প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৭:৪১
সিরাজগঞ্জের সলঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ার সেল উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে ও সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানার ধোপাকান্দী গ্রামের স্বরস্বতী নদী থেকে পরিত্যক্ত অবস্থায় টিয়ার সেল গুলো উদ্ধার করা হয়।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আগের চেয়ে পুলিশের মনোভাব ও মনোবল বৃদ্ধি পেয়েছে। পুলিশের দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।” তিনি শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুয়াকাটার টুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা জানান, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং ভবিষ্যতেও এটি স্থিতিশীল থাকবে। তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল,
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে প্রাইম হসপিটালে ভর্তি হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তার শ্যালক এবং নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন। হিরন জানান, দুপুরের দিকে মোহাম্মদ শাহজাহান জেলা শহরের মাইজদীর বাসায় পেটে গ্যাসজনিত সমস্যার কারণে হার্ট রিডিং বেড়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতীতের ফ্যাসিস্ট আমলে পুলিশের ওপর যে কলঙ্ক চাপানো হয়েছিল তা দূর হতে সময় লাগলেও, সামনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর বয়রা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, “৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে যদি ৫০০ কেন্দ্রে সমস্যা হয়, রি-ইলেকশন হবে। কিন্তু পুরো
সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলার তিন কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষা বেলা ১টায় শেষ হয়। এতে জেলার জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজনগর আইডিয়েল হাইস্কুল এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে দুই শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি-পঞ্চম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী
পিরোজপুরে দুর্বৃত্তরা শনিবার ভোর রাতের কোনো এক সময়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে জুলাই স্মৃতিস্তম্ভে। স্থানীয়দের নজরে এ ঘটনা আসে সকাল ১১টার দিকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুনে ব্যবহৃত পেট্রোল এবং কাপড় উদ্ধার করে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা বলেন, “জাতীয় ইতিহাসকে দাগিয়ে রাখা এমন অযাচিত কর্মকাণ্ড সহ্য করা হবে না। দোষীদের শাস্তি