প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৭:৪১
সিরাজগঞ্জের সলঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ার সেল উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে ও সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানার ধোপাকান্দী গ্রামের স্বরস্বতী নদী থেকে পরিত্যক্ত অবস্থায় টিয়ার সেল গুলো উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে শরীফুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে শরীফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের
খাগড়াছড়ির পানছড়ি সাবজোন ক্যাম্প কর্তৃক পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে সংস্কারের জন্য ডেউ টিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম মন্দির কমিটির সভাপতি শিবু ত্রিপুরা (৪০) এবং পুরোহিত প্রেমজয় ত্রিপুরা (৪২)-এর হাতে ২ বান (২০ পিস)
সরাইলসহ দেশের অন্যান্য অঞ্চলে সবজির দাম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। চলতি বছর ডিম, মাছ ও মাংসের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষ এখন প্রধানত সবজিতে নির্ভর করছে। তবে এখন সবজির দামও ৭০ টাকার ওপরে পৌঁছে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন এই চড়া দামের কারণে কষ্টে পড়েছেন। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বেগুনের দাম এখন ১০০ টাকার নিচে নেই, সর্বোচ্চ দাম ২০০ টাকা।
আশাশুনিতে পরমেশ্বর ভগবত শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার সকালে সদর রাস মন্দিরে পূজা অর্চনা দিয়ে দিনটি শুরু হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বেলা ১১টায় রাস মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আলোচনা ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রশিক্ষক মেধস কুমার ব্যানার্জী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ
কুড়িগ্রামের উলিপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের