প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ২২:০
বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এর আগে, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৭ শতাংশ বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।