মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীশ্রী রাম চন্দ্রের আবির্ভাব তিথী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩য় রাম নবমী উদযাপন করা হয়েছে।
আজ রোববার (৬ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার পাথরঘাটা রাম মন্দির কমিটির আয়োজনে পাথরঘাটা রাধা-গোবিন্দ মন্দির,লোকনাথ মন্দির, শ্মশান কমিটি বৃন্দের সহযোগিতায় রাধা-গোবিন্দ মন্দির চত্বরে রামপূজা,আরতি মঙ্গলযজ্ঞ, গীতা, রামকথা ও ধর্মসভা দিনব্যাপি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে দলে দলে সনাতন ধর্মীয়ভক্তবৃন্দরা আসতে থাকেন মন্দির প্রাঙ্গনে।
পাথরঘাটা রাম মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র বর্মনের সভপতিত্বে ধর্মসভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের রাজাহাট মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পঙ্কজ ভাদোর শপ্ততীর্থ। দ্বিতীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকার ধর্মাচার যজ্ঞ ও পৌরহিত্য বিষয়ক সমন্বয়ক শ্রী অজিত আর্য।
ধর্মসভায় উপস্থিত ছিলেন অমূল চন্দ্র সরকার,রঘুনাথ চন্দ্র,সুমন চন্দ্র, রাম মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনন্ত চন্দ্র বর্মন,কোষাধ্যক্ষ জয় চন্দ্র বর্মন,রতন চন্দ্র বর্মন ও পলাশ চন্দ্র বর্মনসহ সনাতন ধর্মীয় ভক্তবৃন্দরা। ধর্মসভা শেষে দুই শতাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদের খিচুড়ি বিতরণ করা হয়।