মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামন উল্টে সোহেল রানা (৩৬) নামের এক মৎস্যচাষী নিহত হয়েছে। শনিবার (৫ই এপ্রিল) সকাল ৭ টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মিরাজ উদ্দীনের ছেলে।
ছাতিয়ান গ্রামের বাসিন্দা ও গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জানান, সোহেল রানা আলগামন চালকের পাশে বসে মাছ বিক্রির জন্য গাংনীতে আসার পথে চোখতোলা নামক স্থানে চাকা ভেঙ্গে গাড়ী উল্টে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রত গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।