নোয়াখালীর কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কবিরহাট থানায় মামলাটি দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী নির্যাতিত শিশুদের মা। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনি এ মামলা দায়ের করেন।
অভিযুক্ত মো. ফরিদ (১৬) ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করেন। ২৫ মার্চ দুই বোন তাদের বাড়ির পাশের রাস্তায় ট্রাক্টর নিয়ে খেলছিল।
ওই সময় ফরিদ বড় মেয়েটিকে পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ছোট বোন চিৎকার শুনে মাকে খবর দিলে মা ঘটনাস্থলে ছুটে যান।
পরবর্তীতে ছোট মেয়েটি জানায়, ২৩ মার্চ বিকেলেও ফরিদ তার সাথে একই কাজ করেছে। এ তথ্য জানার পর পরিবারটি পুলিশে অভিযোগ করে।
কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানান, গত ৩০ মার্চ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নতুন মামলায় তাকে আবার গ্রেপ্তার দেখানো হবে।
স্থানীয়রা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
পুলিশ বলছে, মামলাটির তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।