প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ২১:৫
বরিশালের বানারীপাড়ার পূর্ব সলিয়াবাকপুর গ্রামের হাফেজ মো. জসিম উদ্দিন গত বছরের ঈদে তার স্ত্রী ও সন্তানদের জন্য নতুন পোশাক, কসমেটিক্স, খেলনা এবং নানা খাবার নিয়ে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। কিন্তু এবার ঈদের দিন তার অনুপস্থিতিতে গোটা পরিবারে বিষাদ নেমে এসেছে। স্ত্রী সুমি আক্তার, মেয়ে জান্নাত ও ছেলে সাইফ তার কবরের পাশে বারবার গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। দেড় বছর বয়সী সাইফ এখন ২ বছর ৩ মাস বয়সী, এবং সে সবার মাঝে তার বাবা জসিম উদ্দিনকে খুঁজে ফিরছে।