প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজ দুই দিন পর আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার কশব ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে একটি ইটভাটা সংলগ্ন তালপুকুড়িয়া বিলের ধান ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জব্বার পার্শ্ববর্তী প্রসাদপুর ইউনিয়নের এলাঙ্গা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।