https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নেতা না পেয়ে ফেসবুকে অব্যাহতি চেয়ে ছাত্রলীগ নেতার পোস্ট!

আরিফুল ইসলাম মহিন
আরিফুল ইসলাম মহিন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:৫৫

শেয়ার করুনঃ
নেতা না পেয়ে ফেসবুকে অব্যাহতি চেয়ে ছাত্রলীগ নেতার পোস্ট!

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র রাজনীতি থেকে অব্যাহতি গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি তার অব্যাহতি পত্রে জানান, তিনি বাংলাদেশ ছাত্রলীগের ৩নং সদর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তার পিতার নাম মোঃ আব্দুল কাদের। তিনি উল্লেখ করেছেন, পড়াশোনার কারণে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান না করার সিদ্ধান্ত নিয়ে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়েছেন।

আল আমিন হোসেন তার অব্যাহতি পত্রে আরও জানান, তিনি ছাত্রলীগের সদস্য হলেও কখনো দলের অপ রাজনীতিতে জড়িত ছিলেন না। তিনি দাবি করেছেন, তার নাম ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে থাকলেও, তিনি কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি। বিশেষ করে গত বছরের জুলাই-আগস্টে অনুষ্ঠিত আন্দোলনেও তিনি কোনো নেতার সঙ্গে যুক্ত হননি এবং শুধু তার কলেজ বন্ধুদের পাশে ছিলেন।

আল আমিন বলেন, "এখন যেহেতু ছাত্রলীগের কোনো নেতা নেই, আমি কিভাবে তাদের কাছে অব্যাহতি চাইবো? তাই, আমি নিজের বন্ধুদের পরামর্শে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি জানিয়ে দিয়েছি।"

এই অব্যাহতির বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এর মাধ্যমে তিনি রাজনীতি থেকে তার নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ভবিষ্যতে রাজনীতিতে কোনো ধরনের সম্পৃক্ততা রাখতে চান না, এমনটি স্পষ্ট করেছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
এদিকে, এই অব্যাহতি নিয়ে এলাকায় বিভিন্ন মন্তব্যও উঠে এসেছে। কিছু মানুষ আল আমিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, কয়েকজন বিষয়টিকে মজার দৃষ্টিতে নিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে অব্যাহতির ঘোষণা দেওয়া নতুন ধরনের রাজনৈতিক ভাষ্য হিসেবে দেখা যেতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এসব বিতরণ করা হয়। উপজেলার দশ ইউনিয়নের ৪০০ জন কৃষককে এসব উপকরণ দেয়া হয়। প্রত্যেক কৃষক ৫ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ এবং ১০

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের লাম্বাদড়াল হাওর এলাকায় দুই বর্গাচাষি কৃষকের প্রায় ৯৮০ শতাংশ (৩৫ খের) জমির বোরো ধান বিষাক্ত কীটনাশক স্প্রে করে নষ্ট করা হয়েছে। এতে কৃষক মো. রুবেল মিয়া ও আমজদ আলীর স্বপ্ন ভেঙে গেছে। কৃষকরা জানিয়েছেন, তারা এই জমিতে বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন এবং এতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল। তবে দুর্বৃত্তদের এই আক্রমণ তাদের

হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন অতিরিক্ত আইজি

হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন অতিরিক্ত আইজি

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রীমুড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শন করেন। এসময় তিনি যাত্রীদের নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি খোলা ট্রাক এবং বাসের ছাদে যাত্রীদের যাতায়াত থেকে নিরুৎসাহিত করেছেন এবং চালকদের ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, অপ্রয়োজনীয় ওভারটেকিং এবং দ্রুতগতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫  উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ১২৮ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবছরের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য খাবার ও উপহারের ব্যবস্থা করেন

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  উপজেলার বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। স্বেচ্ছাসেবী সংগঠন মোটিভেট ভূরুঙ্গামারী এ সেমিনারের আয়োজন করে। অভিভাবকরা সেমিনারটিকে শিক্ষার্থীদের মেধা বিকাশের অনন্য উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন। শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার পর অনুষ্ঠিত উচ্চ শিক্ষা বিষয়ক