প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৯:২০
মাদারীপুরে সদর উপজেলার শ্রমিকদল নেতা শাকিল মুন্সির হত্যাকাণ্ডের পর তার স্বজনরা বিক্ষোভ করেছেন। সোমবার (২৪ মার্চ) দুপুরে ময়নাতদন্ত শেষে শাকিল মুন্সির লাশ নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বজনরা থানার সামনে থেকে তার গ্রামের বাড়ি চলে যান। এ সময় বিক্ষোভকারীরা মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগ দাবি করেছেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।