প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৬:৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নার এলাকায় একটি সোয়েটার কারখানায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার সকাল ৮টার দিকে দাইয়ু বাংলাদেশ লিমিটেড কারখানায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ছুটির টাকা, টিফিন ভাতা এবং ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে শনিবার থেকে কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। প্রায় পাঁচ থেকে সাত হাজার শ্রমিক এই কারখানায় কর্মরত। আন্দোলনের মধ্যেই সকালে হঠাৎ করে বহিরাগত কিছু লোক শ্রমিকদের মাঝে ঢুকে পড়ে এবং উত্তেজনা ছড়ায়।
এ সময় উস্কানির ফলে শ্রমিকদের মধ্যে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘর্ষ শুরু হয় এবং কারখানার বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়। পাশাপাশি শ্রমিকরা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন।
সংঘর্ষে আহত শ্রমিকদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারখানার উৎপাদন কার্যক্রমও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে।
ঘটনার পরপরই কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওসি রিয়াদ মাহমুদ জানান, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রশাসন তৎপর রয়েছে। শ্রমিকদের বৈধ দাবিগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে দাবি পূরণে অগ্রগতি না হলে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় প্রশাসন শ্রমিকদের উদ্দেশে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে কারখানা এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।