প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬
ঢাকার ধামরাই উপজেলায় এক মাদরাসার ছাত্রীকে গাছ থেকে বরই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে তাকে আটক করা হয়। ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে আবুল হোসেন আট বছর বয়সী মাদরাসার ছাত্রীকে বরই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকাবাসী জানতে পারলে তারা আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। এ সময় পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাকে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’
এ ধরনের ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন। এলাকাবাসীরা জানান, আবুল হোসেনের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলার তদন্ত চলছে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ বলেছে, তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।