প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০
ডেভিল হান্ট অপারেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে যান এবং সম্প্রতি গোপনে এলাকায় ফিরে আসেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে ইমরান চৌধুরী আকাশের অবস্থান নিশ্চিত হওয়ার পর ইসলামপুর থানার একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, অভিযুক্তকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, একই অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
অভিযান পরিচালনার পর ইসলামপুর থানার পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।