প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১১
পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে মা-ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সদর থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সদর থানার ওসি আব্দুস সোবহানের নেতৃত্বে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে গুলবানু ও তার ছেলে রাজিব খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এদিকে, ডিবি পুলিশের এসআই নুরুল আমিনের নেতৃত্বে মুক্তারকাঠি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আলমগীর মোল্লাকে আটক করা হয়।
এছাড়া, ভোরে সদর থানার এসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে শিকদার মল্লিক ইউনিয়নের আল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ নাজমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসা দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান চালানো হবে। পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের বিস্তার বেড়েছে। প্রশাসনের কঠোর নজরদারির ফলে কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। তবে সাম্প্রতিক অভিযানে মাদক ব্যবসায়ীদের আতঙ্ক বেড়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং তরুণ সমাজ বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে। তারা এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।