https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ২:৪৮

শেয়ার করুনঃ
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী সেলিম উদ্দিন ভূঁইয়া (৫০) নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে এ সংঘর্ষটি ঘটে। নিহত সেলিম উদ্দিন ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত যুবদল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবাশ্বের আলম ভূঁইয়া। অপরদিকে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া তার নেতাকর্মীদের নিয়ে রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা যাওয়ার উদ্দেশে রওনা দেন। এ সময়, বাঙ্গড্ডা পশ্চিম বাজারের কাছে মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা তাদের গাড়ি বহরের ওপর হামলা চালায়। হামলায় পাঁচজন আহত হন, তাদের মধ্যে গুরুতর আহত সেলিম উদ্দিন ভূঁইয়াকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এই ঘটনায় শোক প্রকাশ করে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, "আমরা গভীরভাবে শোকাহত এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করছি।" তবে, মোবাশ্বের আলম ভূঁইয়া দাবি করেন, তার অনুষ্ঠান শান্তিপূর্ণ ছিল এবং তিনি কোনো বিশৃঙ্খলা সম্পর্কে অবগত নন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। তিনি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  উপজেলার বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। স্বেচ্ছাসেবী সংগঠন মোটিভেট ভূরুঙ্গামারী এ সেমিনারের আয়োজন করে। অভিভাবকরা সেমিনারটিকে শিক্ষার্থীদের মেধা বিকাশের অনন্য উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন। শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার পর অনুষ্ঠিত উচ্চ শিক্ষা বিষয়ক

নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার দাড়কামারী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার আনুমানিক রাত ৮ টার দিকে কুশদহ ইউনিয়নের দাড়কামারী নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম শুভ মুর্মু (২৮)  সে উপজেলার ২নং বিনোদনগর  ইউনিয়নের পাহাড়পুর আদিবাসী পাড়ার শিমন মুর্মুর ছেলে।  নিহতের পরিবার জানায়, মোটরসাইকেলে ঘুরতে বের হয় শুভ মোটরসাইকেলটি  ডাড়কামারী এলাকায় পৌঁছালে

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত  হলো  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা  স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।  প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, জেলা মুক্তিযোদ্ধা  সংসদ, জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক

বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বরিশালে নানা কর্মসূচির মাধ্যমে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে বরিশাল পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এসময় সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানা ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটির প্রথম প্রহরে বরিশাল নগরের জেলা প্রশাসক কার্যালয়ের

হাকিমপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

হাকিমপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ২ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠন কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ গনঅভ্যুত্থানে