প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১:৩৮
ঝালকাঠি জেলা কারাগারে কারারক্ষীদের বিরুদ্ধে কারাবন্দী এবং ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জুবায়ের হোসেনকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার আদালতে হাজির করা হলে বিষয়টি বিচারকের নজরে আনেন তার আইনজীবী। জুবায়েরের হাতে ব্যান্ডেজ বাঁধা থাকায় ঘটনাটি স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয় বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় অভিযুক্ত হয়ে জুবায়ের দুই মাস ধরে কারাবন্দী রয়েছেন।
কারাগারে সুবেদারসহ কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে জুবায়ের অভিযোগ করেন, টাকা না দেওয়ার কারণে তাকে তিন দফায় পিটিয়ে আহত করা হয়। তার ডান হাত ভেঙে যায়, তবে চিকিৎসা না দিয়ে কারাগার কর্তৃপক্ষ উদাসীন ছিল। পরে গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। আদালতে বিষয়টি উপস্থাপন করার পর বিচারক জেল সুপারকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন।
জুবায়েরের ভাই অভিযোগ করেন, বারবার মারধরের পরও তার ভাইকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি। হাসপাতালে নেওয়ার পরও তেমনভাবে তার চিকিৎসা হয়নি। জুবায়ের দাবি করেন, কারারক্ষীরা বিভিন্ন অজুহাতে টাকা দাবি করতেন। টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে আহত করা হয়েছে।
তবে কারাগারের জেল সুপার এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কয়েদিদের মধ্যে সংঘর্ষের সময় জুবায়ের আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে এক কারারক্ষীও আহত হন এবং তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।