প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০:৬
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবীল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে তসলিমা খাতুন (৫০) নামের এক মহিলাকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাঁদবীল গ্রামের কবরস্থানের পাশের একটি ডোবা থেকে তসলিমার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার আব্দুল হান্নানের স্ত্রী এবং তিনি তার বাবার বাড়ি চাঁদবীলে বসবাস করতেন।
তসলিমার স্বামী আব্দুল হান্নান অভিযোগ করেন, পিতা মাতার সম্পত্তির ১২ বিঘা জমির মধ্যে মাত্র সাড়ে ১০ কাঠা জমি তার স্ত্রীর নামে মৌখিকভাবে দেওয়া হয়েছিল। বাকি জমির ভাগ চাওয়ায় তসলিমার ভাই আব্দুল বারেক, মন্টু আলী, লাল্টু হোসেন, আব্দুল হক এবং কান্টু হোসেন মিলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং তার মরদেহ কবরস্থানের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
প্রতিবেশী আলেয়া খাতুন জানান, তসলিমা খাতুন ও তার পরিবার ৩-৪ বছর আগে চুয়াডাঙ্গা থেকে চাঁদবীলে চলে আসে এবং তারপর থেকেই তারা এখানে বসবাস করছিল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের কারণে ভাইদের হাতে তিনি নিহত হয়েছেন। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, তসলিমার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পর থেকে তার ভাইয়েরা আত্মগোপনে রয়েছেন।