প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০:৩০
শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. খছরুল আহমেদ (কায়েছ) একাধিক মামলার আসামি হলেও তিনি এখনো বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (রাবার বিভাগ), সিলেট জোনের আওতাধীন সাতগাঁও রাবার বাগানে অস্থায়ী মাঠকর্মী হিসেবে চাকরি করছেন এবং বেতন নিচ্ছেন।
শ্রীমঙ্গল থানার একাধিক মামলার আসামি কায়েছের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
২০১৭ সালে শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা কায়েছ পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থানে তার প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন। এরপর তার বিরুদ্ধে মৌলভীবাজার আদালত ও শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা দায়ের হয়।
এদিকে, সাতগাঁও রাবার বাগানের ব্যবস্থাপক শাহ্ মো. শাকিল এবং এসিসট্যান্ড ফিল্ড সুপারেনডেন্ট মিজানুর রহমান জানিয়েছেন, কায়েছ বাগানে তার দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে কোনো মামলা সম্পর্কে তাদের জানা নেই। তবে, তারা জানিয়েছেন, কায়েছ কিছুদিন আগে বাগানে ডিউটি করলেও ডিসেম্বরের কিছুদিন তিনি উপস্থিত ছিলেন না।
তবে, কায়েছের বিরুদ্ধে বাগানে কাজ না করেও বেতন নেওয়ার অভিযোগ উঠেছে, যা তদন্তের দাবি তুলেছে স্থানীয় সূত্র।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক এই নেতা পুলিশের খাতায় পলাতক থাকলেও এখনও তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে।