প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৩৬
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের ভূমিকা তুলে ধরে বলেন, স্বাধীনতা সংগ্রামে পুলিশ সদস্যরা ছিলেন সাহসিকতার প্রতীক। তারা পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে এবং অনেকেই জীবন উৎসর্গ করে শহীদ হন। তাদের ত্যাগ ও অবদান চিরকাল স্মরণীয় থাকবে বলে উল্লেখ করা হয়।
এছাড়া, বিজয় দিবসের এই বিশেষ অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা হিসেবে উপহার এবং ক্রেস্ট প্রদান করা হয়। পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের অবদান জাতি চিরকাল স্মরণে রাখবে বলে বক্তারা অভিব্যক্তি ব্যক্ত করেন।
উল্লেখ্য, এ ধরনের অনুষ্ঠান দেশব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির প্রতি বীর মুক্তিযোদ্ধাদের অবদানের গুরুত্ব তুলে ধরার এক দৃষ্টান্ত হয়ে থাকে।