প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯
ভোলার তজুমদ্দিনে জমি পুনরুদ্ধারের সময় আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ পাটোয়ারী ও তার ছেলে, ছাত্রলীগ নেতা রবিনের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা মোহাব্বত আলী (২৫) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে শম্ভুপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে, যেখানে জমি নিয়ে উত্তেজনা চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ পাটোয়ারী শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের একটি ইরি-বোরো ধানের স্কীম জোরপূর্বক দখল করেন। পরে ক্ষমতার পরিবর্তনের পর, বিএনপি নেতা হান্নান হাওলাদার সেই স্কীম পুনরুদ্ধারের জন্য হাবিবুল্লাহ পাটোয়ারীকে অনুরোধ করেন। তবে হাবিবুল্লাহ পাটোয়ারী এটি ছেড়ে দিতে রাজি হননি, এবং স্কীমে কাজ শুরু করেন। বাধা দিলে, হান্নান হাওলাদারের ভাই, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক জুলফিকার আলী কাজ বন্ধ করে দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে হাবিবুল্লাহ পাটোয়ারী তার ছেলে রবিনসহ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে জুলফিকার আলীর বাড়িতে হামলা করেন। এই হামলায় ছাত্রদল নেতা মোহাব্বত আলী মারাত্মকভাবে আহত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রবিন অনেক দিন ধরেই ফেসবুকে অস্ত্র হাতে ছবি পোস্ট করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলেন।
এদিকে, তজুমদ্দিন থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এসআই আবু বকর সিদ্দিককে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনা তজুমদ্দিন উপজেলায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং এলাকাবাসী পরিস্থিতি শান্ত রাখার জন্য পুলিশি নজরদারি বৃদ্ধি করার দাবি জানিয়েছেন।