প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২২:২৩
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায় ১১ ডিসেম্বর নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটির মর্যাদায় সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মসূচি অনুষ্ঠিত হয়। হিলি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতারা এবং সাধারণ জনগণ।
এই দিনটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় হিলি চেকপোস্ট জিরো পয়েন্ট থেকে একটি আনন্দ র্যালি শুরু হয়। কুয়াশা ও শীত উপেক্ষা করে র্যালিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি মুহাড়াপাড়া এলাকায় সন্মুখ সমরে গিয়ে শেষ হয়। এখানে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ এবং দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করা হয়।
র্যালির পর হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে সন্মুখ সমর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা ১৯৭১ সালে হিলি অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করেন।
এছাড়া, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, থানা অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদল এবং পৌর যুবদলের নেতারা। সবমিলিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।