প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৪
সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নান ওরফে মোন্নাফকে অপহরণ করা হয়েছে। শনিবার ভোরে কুতুবেরচড় মৎস্য আড়ৎদার সমবায় সমিতিতে মাছ ব্যবসার জন্য যাওয়ার পথে শ্রীরামেরপাড়া এলাকায় তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণী অনুযায়ী, আব্দুল মান্নান প্রতিদিনের মতো শনিবার ভোরে ফজরের নামাজ শেষে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার পর শ্রীরামেরপাড়া এলাকায় একটি কালো মাইক্রোবাস তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণকারীরা মাইক্রোবাস নিয়ে ঘটনাস্থল থেকে চলে গেলেও তাদের ধরতে পারা যায়নি। এরপর অপহৃতের ভাই মাহবুবুর রহমান সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ গত রোববার ভোররাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, সলঙ্গা থানার শ্রীরামেরপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫), তার ছেলে আব্দুল মালেক (৪০) এবং আবু তালেব (৪৫)।
অপহৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, "আমার ভাই প্রতিদিনের মতো ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু সে পথে মাইক্রোবাসে অপহৃত হয়। এরপর আমরা সলঙ্গা থানায় অভিযোগ দেই এবং পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আমরা সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের ভাইকে দ্রুত সুস্থভাবে ফিরিয়ে দেওয়া হোক।"
সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। পুলিশ এখন অপহৃতকে উদ্ধার করতে এবং বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, "শ্রীরামেরপাড়া থেকে মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নানকে অপহরণ করা হয়। পুলিশের তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে। আমরা অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য কাজ করছি এবং অন্য আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।"