প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ২১:৩৬
"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে" স্লোগানকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকতে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, এবং কুয়াকাটার বিডি ক্লিন ইউনিটগুলো একযোগে এই কর্মসূচিতে অংশ নেয়।
বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, "সাগরকন্যা কুয়াকাটা আমাদের দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। আমরা চাই এই সৈকত পরিচ্ছন্ন রাখার মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাতে। আজকের এই অভিযানে বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নিয়েছেন।"
পটুয়াখালী জেলার উপ-সমন্বয়ক মো. রাকায়েত হোসেন জানান, "আমাদের লক্ষ্য কুয়াকাটা সৈকতকে একটি পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আমরা যেমন পরিচ্ছন্ন করছি, তেমনি পর্যটকদের অনুরোধ করছি সৈকতকে দূষিত না করতে। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, বা অন্য যেকোন আবর্জনা যেন এখানে না ফেলা হয়।"
বিডি ক্লিন কুয়াকাটা ইউনিটের সমন্বয়ক আসাদুজ্জামান মিরাজ বলেন, "আমাদের এই অভিযান একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং আরও বড় পরিসরে কাজ করতে চাই। বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যদের এই উদ্যোগে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ।"
অভিযানটি দুপুর পর্যন্ত চলেছে এবং সৈকতের বিভিন্ন অংশ পরিচ্ছন্ন করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, তাদের এই প্রচেষ্টা স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে উদ্বুদ্ধ করবে কুয়াকাটাকে পরিচ্ছন্ন রাখার কাজে।