প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ২১:৪৩
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় এক সুধি সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং বিভিন্ন ধর্মীয় ও পেশাজীবী ব্যক্তিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল।
ডা. জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, "বাংলাদেশে আমরা সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করি। দেশ ও জাতির কল্যাণে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো বিভেদ কিংবা উসকানিমূলক কাজে কান না দিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।"
তিনি অভিযোগ করেন, "ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং তাদের দোসররা মিথ্যা অভিযোগ ও ইস্যু তৈরি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।"
সমাবেশে অধ্যাপক জাহিদ হোসেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং আন্দোলনে আহত নেতাকর্মীদের জন্য দোয়া চান।
সভায় আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার রোজী, চন্ডিপুর জামে মসজিদের ইমাম তানজীরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সুধি সমাবেশে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন পেশাজীবী ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, "দেশে শান্তি, সুশৃঙ্খলা এবং উন্নয়ন বজায় রাখতে ঐক্যের কোনো বিকল্প নেই। দেশপ্রেম এবং ত্যাগের মাধ্যমে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারব।"
সমাবেশ শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।