প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পেয়ারা বাগান থেকে কামরুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে নাচোল ইউনিয়নের হাকলোর সাতালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি মৃত হোসেন আলির ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সাতালপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে কামরুল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা কামরুল ইসলামের সঙ্গে কারো শত্রুতা ছিল কি না, তা নিয়ে আলোচনা করছেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কীভাবে কামরুল ইসলামের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আরও অনুসন্ধান চলছে।
এলাকাবাসী ও পরিবারের দাবি অনুযায়ী, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।