প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৯
খাগড়াছড়ি জেলা সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন মাদকসেবী আটক হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রুখই চৌধুরী পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলার পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ লিটার চোলাইমদসহ মোঃ ওয়সিম (২৭), মোঃ মকবুল হোসেন (৩০) এবং মোঃ জাকির হোসেন (৩৮) নামের তিনজনকে মাদক সেবনের সময় আটক করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টে তিনটি মামলা দায়ের করা হয়। আদালত প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, "মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার পাশাপাশি এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
মাদকসেবীদের আটক ও দণ্ডাদেশ প্রদানের এ ঘটনা এলাকায় সচেতনতা সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের অভিযান চালিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।