https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শ্রীমঙ্গলে কাকিয়াছড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ২:৫৮

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে কাকিয়াছড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ফুলছড়া ও রামনগর এলাকার নীলকণ্ঠ সাত রং চা দোকানের সংলগ্ন কাকিয়াছড়া সরকারি জায়গা দখল করে এক ব্যক্তি দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার সরেজমিনে গিয়ে ভূমি সার্ভেয়ারের মাধ্যমে জায়গার সঠিক পরিমাপ নিশ্চিত করেন এবং তাৎক্ষণিক দোকানটি গুঁড়িয়ে দেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অভিযানের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস বলেন, “সরকারি ছড়ার জায়গা দখল করে দোকান তৈরির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পরও যদি কেউ ছড়া দখলের চেষ্টা করে, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, ছড়ার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় দোকান ভাঙার কাজে ব্যবহার করা হয় অভিযোগ দানকারী প্রতিষ্ঠান ফিনলে টি-এর মালিকানাধীন এস্কেভেটর। তবে কোনো নোটিশ বা সময় না দেওয়ায় দোকানের মালিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গত ২৭ নভেম্বর কাকিয়াছড়া সরকারি ছড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের মাধ্যমে ছড়ার জায়গা দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়। সরকারি জায়গা অবৈধভাবে দখলমুক্ত করতে প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

অভিযান শেষে সহকারী কমিশনার সতর্ক করেন, “ছড়া বা সরকারি জায়গা ভরাট করে ভবিষ্যতে কেউ যদি অবৈধভাবে স্থাপনা তৈরি করে, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অভিযানের ফলে দখলমুক্ত হওয়া কাকিয়াছড়া এখন স্বাভাবিক পানি প্রবাহে ফিরেছে, যা পরিবেশ ও কৃষির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

নোয়াখালীতে জিয়া মঞ্চ নেতাকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে জিয়া মঞ্চ নেতাকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি জামসেদুল ইসলাম ওরফে টুটুলকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজিয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামসেদুল ইসলাম। বক্তব্যে তিনি জানান, ২০০৮ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং

রাজাপুরে নিষিদ্ধের পরও চালু ‘সেভেন স্টার ব্রিকস’ ইটভাটা: প্রশাসনের নজরদারি প্রশ্নবিদ্ধ

রাজাপুরে নিষিদ্ধের পরও চালু ‘সেভেন স্টার ব্রিকস’ ইটভাটা: প্রশাসনের নজরদারি প্রশ্নবিদ্ধ

ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ হওয়ার পরও ফের পুরোদমে চালু হয়েছে ‘সেভেন স্টার ব্রিকস’ নামক অবৈধ ইটভাটা। পূর্বে পরিবেশ বিধিমালা লঙ্ঘনের দায়ে রাজাপুর উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভাটাটি বন্ধ করা হয়েছিল, তবে সঠিক নজরদারি না থাকায় তা পুনরায় চালু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইট পোড়ানোর কাজ চলছিল। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মাটির

নিজের পুরুষাঙ্গ কেটে হাসপাতালে যুবক

নিজের পুরুষাঙ্গ কেটে হাসপাতালে যুবক

পিরোজপুরের নাজিরপুরে এক যুবক নিজের পুরুষাঙ্গ কেটে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বানিয়ারী গ্রামে। আহত যুবকের নাম মো. বায়েজিদ শিকদার (২৮)। তিনি স্থানীয় এমেদুল শিকদারের ছেলে। পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী, বায়েজিদ বাড়ির বসত ঘরে দরজা বন্ধ করে এই কাজ করেন। পরে

রায়গঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৯৭৬ ইয়াবা উদ্ধার

রায়গঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৯৭৬ ইয়াবা উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৩,৯৭৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। র‌্যাব-১২ এর পক্ষ থেকে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, ২৭ এপ্রিল রাত ২টার দিকে র‌্যাব সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে একটি মাদক বিরোধী

বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, জেলে আহত

বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, জেলে আহত

বরিশাল জেলার হিজলা উপজেলার গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় রবিবার দুপুরে আকস্মিক বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম ইয়ানুর বেগম (৩০)। তিনি ওই এলাকার হাবিব মাঝির স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। হিজলা থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, রবিবার দুপুর দেড়টার দিকে চর কুশুরিয়া এলাকায় বজ্রপাতে ইয়ানুর বেগম অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা হাসপাতালে