প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১:৭
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ফোরলেন রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে হিলি বন্দরের চারমাথা মোড় থেকে মহিলা কলেজ পর্যন্ত ফোরলেন রাস্তার কাজ পরিদর্শন করেন তিনি।
হিলি নাগরিক কমিটির পক্ষ থেকে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম স্মারক লিপি তুলে দেন জেলা প্রশাসককে। স্মারক লিপিতে হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তার ভূমি অধিগ্রহণ সমস্যার সমাধান এবং দ্রুত রাস্তার কাজ শেষ করার পাশাপাশি আরও কিছু দাবি অন্তর্ভুক্ত করা হয়।
জাহিদুল ইসলাম বলেন, "হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হলেও, রাস্তার বেহাল অবস্থা ব্যবসায়ী এবং নাগরিকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো ফল পাইনি। তাই আমাদের দাবিগুলি সরকারিভাবে দ্রুত সমাধান হওয়া উচিত।"
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম পরিদর্শনকালে বলেন, "আমি রাস্তার অগ্রগতি সরেজমিনে দেখেছি। দ্রুত ভূমি অধিগ্রহণ সমস্যা সমাধান করা হবে এবং ফোরলেন রাস্তার কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এ আজিজ, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, সাবেক জেলা আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, হাকিমপুর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হিলি নাগরিক কমিটির সদস্য ও হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, এনামুল হক প্রমুখ।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম আশা প্রকাশ করেন, অচিরেই এই রাস্তার সমস্যা সমাধান হবে এবং হিলি বন্দরের গুরুত্ব অনুযায়ী উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।