https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৭

শেয়ার করুনঃ
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতন, হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কের দুইপাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা যাত্রী ও পথচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়েছে। 

শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। এর আগে তারা বারবার কর্তৃপক্ষের কাছে বেতন পরিশোধের জন্য আবেদন জানালেও কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বেতন দেয়া হয়নি। বুধবার রাতে কারখানার কর্তৃপক্ষ এক মেসেজে জানায় যে, বৃহস্পতিবারও বেতন পরিশোধ করা সম্ভব হবে না, যা শ্রমিকদের আরও ক্ষিপ্ত করে তোলে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শ্রমিকদের সূত্রে জানা গেছে, মাহমুদ জিন্স কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কর্মরত আছেন। শ্রমিকরা জানান, বেতন পরিশোধের দাবিতে তারা আগেও কয়েকবার মহাসড়ক অবরোধ করেছেন। তবে, কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের বারবার আশ্বাস দেওয়া হলেও গত তিন মাস ধরে বেতন পরিশোধ করা হয়নি। 

এদিকে, মহাসড়ক অবরোধের পর আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং সকাল থেকেই কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শ্রমিকদের দাবি, তারা যেন অবিলম্বে তাদের পাওনা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পান। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানিয়েছেন। 

এ ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে, এবং হাজারো যাত্রী দীর্ঘ সময় আটকা পড়ে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো চমকপ্রদ অ্যাক্রোবেটিক শো। বুধবার সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।   সার্কাসের অন্যতম প্রধান শিল্প অ্যাক্রোবেটিকসের এই প্রদর্শনীতে অংশ নেয় দেশের দক্ষ শিল্পীরা। টিম লিডার মো. জালাল উদ্দিনের পরিচালনায় আটটি বিশেষ শো উপস্থাপন করা হয়।   শিশু শিল্পী তন্নী ও তিন্নি খানম পরিবেশন করেন ব্লাংকেট ব্যালেন্স। সাকিব খান দেখান পাইপ ব্যালেন্স,

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম মো. নাসিম হোসেন (২৫)। সে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে সীমান্ত পিলার ২৭৭/৬-এস এলাকা থেকে প্রায়

জামালপুরে গাদু হত্যা মামলায় যাবজ্জীবন ও খালাস

জামালপুরে গাদু হত্যা মামলায় যাবজ্জীবন ও খালাস

জামালপুরে রফিকুল ইসলাম গাদু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।   ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদরের হাসিল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম গাদু বাড়ির পাশের পুকুর পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে স্ত্রী লাইলী বেগম পুকুর পাড়ের

 হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

দিনাজপুরের হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুধবার দুপুরে তিনি রাজশাহী থেকে সরাসরি হিলিতে এসে এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।   পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় হিলি ইমিগ্রেশন, কাস্টমস, পোর্ট কর্তৃপক্ষসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা। পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

নওগাঁয় স্বামীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি আদায়ের দাবিতে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেছেন, স্বামী সোহেল রানা চয়ন সরকারি চাকরি পাওয়ার পর তাকে অস্বীকার করছেন। মৌসুমী খাতুন শহরের কোমাইগাড়া (কাটিয়াপাড়া) মহল্লার মনছুর আলীর মেয়ে। তিনি জানান, ২০২২ সালে পারিবারিকভাবে সোহেল রানা চয়নের সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের