প্রকাশ: ৯ নভেম্বর ২০২৪, ১:১
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বামন্দী আখ সেন্টার চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশের আয়োজন করেন বামন্দী ইউনিয়ন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।
সমাবেশের সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর মাওলানা মো. আবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা তাজ উদ্দীন খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. রবিউল ইসলাম, গাংনী উপজেলা জামায়াতে ইসলামের আমীর ডা. রবিউল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাজমুল হুদা সহ অনেকে।
সমাবেশে বক্তারা, বর্তমান সরকারের প্রতি তাদের তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন এবং গত ১৫ বছরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর চলা নিপীড়ন ও দুঃশাসনের বিষয়টি তুলে ধরেন। বক্তারা তাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের কথা বিস্তারিত বর্ণনা করেন।
এছাড়া, বক্তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন যে, অবশেষে তারা দুঃশাসকের পতন দেখতে পেয়েছেন। তারা আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতারা দেশের শাসনব্যবস্থার পরিবর্তন চায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে। কর্মী সমাবেশে বামন্দীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে দলমত নির্বিশেষে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।