প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ২৩:৯
হাকিমপুরের হিলিতে শুক্রবার (০১ নভেম্বর) "জাতীয়তাবাদী পৌর বিএনপি"র ৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিন বাসুদেবপুর মিশন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বিনা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান এবং সাধারণ সম্পাদক নাজমুল হক। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বিএনপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে জনগণের উপর নির্যাতন চালিয়েছে এবং দেশ থেকে পালিয়ে গেছে। বক্তারা উল্লেখ করেন, বিএনপি দেশের মানুষের স্বার্থে সবসময় আন্দোলন চালিয়ে গেছে এবং দেশের কল্যাণে তাদের দায়িত্ব পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।
এছাড়াও বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য সাধারণ মানুষের ভোটের সমর্থন অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা দাবি করেন, বিএনপির হাতকে শক্তিশালী করতে হলে প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা প্রত্যাশা করেন, বিএনপি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে দেশের নেতৃত্বে আসবে।
সম্মেলন শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা একত্রিত হয়ে দলের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ করেন।